এন আর এয়ারকন এসি সার্ভিসিং-এ আপনি যে সেবা পাবেন

Maintenance

comment No Comments

By admin

আমরা প্রতিটি সার্ভিসিং অত্যন্ত যন্ত-সহকারে, আধুনিক পদ্ধতিতে এন আর এয়ারকন এসি সার্ভিসিং প্রদান করে থাকি। প্রতিটি এসি সার্ভিসিং এর ক্ষেত্রে ১৯ টি ধাপে বা চেকলিস্ট অনুসরন করে সেবা প্রদান করা হয়। যা আপনার এসির এয়ার ফ্লো, কুলিং পাওয়ার এবং এসির লাইফস্প্যান বৃদ্ধি করবে। এই সার্ভিসের এর সাথে আপনি এসি চেক-আপ ফ্রী পেয়ে যাচ্ছেন।

এসি পরীক্ষা- নিরীক্ষার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকি। যা এসির অবস্থা নির্ভুল ভাবে প্রদান করে। এতে কম সময়ে কার্যকরী সেবা দেয়া সম্ভব হয়। এন আর এয়ারকন এসি সার্ভিসিং এক্সপার্ট দ্বারা এসির এয়ার ফ্লো, টেম্পারেচার, গ্যাসের প্রেসার, ইলেক্ট্রিক লাইন এইগুলো স্বাভাবিক আছে কিনা তা চেক করা হয়।

এন আর এয়ারকন এসি সার্ভিসিং এর চেকলিস্টসমূহ

  • সার্ভিসিং-এর পূর্বে এসি টি ভালো মতো চেক করা
  • সার্ভিসিং-এর পূর্বে এসির টেম্পারেচার চেক করা
  • সার্ভিসিং-এর পূর্বে এসির এয়ার ফ্লো চেক করা
  • কম্প্রেসারের গ্যাসের প্রেসার চেক করা
  • এসির ফিল্টার পরিস্কার করা
  • এসির কভার পরিস্কার করা
  • এসির ভেতরের স্ক্রল ফ্যান ও তার চারপাশ পরিষ্কার করা
  • ইভ্যাপরেটর (কয়েল) পরিষ্কার করা
  • ড্রেন লাইন চেককরা ও পরিস্কার করা। (পানি পড়া সমস্যার সমাধান)
  • এসিটি রিএসেম্বল করা
  • সার্ভিসিং-এর পর এসির টেম্পারেচার আগের থেকে কমেছে কিনা তা চেক করা
  • সার্ভিসিং-এর পর এসির এয়ার ফ্লো বেড়েছে কিনা চেক করা
  • এন্টিব্যাক্টেরিয়াল স্প্রে প্রয়োগ।
  • রিমোট চেক করা ও পরিস্কার করা
  • এসির কন্ডেনসার ইউনিটটি পরিষ্কার করা
  • বের হওয়া সব ময়লা পরিস্কার করা
  • সার্ভিস স্টিকার প্রয়োগ করা
  • এসির আনুসাঙ্গিক বা অন্য কোন সমস্যা থাকলে নোট ডাউন করা
  • চেকলিস্ট প্রদান

**উপরোক্ত চেকলিস্টটি সম্পন্ন করতে কোনো হিডেন চার্জ এর প্রয়োজন নেই

**ঝুলন্ত কাজের ক্ষেত্রে ছয় তলা বিল্ডিং পর্যন্ত ফ্রি-চার্জ উপভোগ করতে পারছেন

সার্ভিসিং

এন আর এয়ারকন এসি সার্ভিসিং প্রক্রিয়া

প্রথমেই আমাদের টেকনিশিয়ান আপনার কাছে জেনে নিবে এসি স্বাভাবিক ভাবে ঠান্ডা হচ্ছে কিনা?

এসি অন করে ভালভাবে চেক আপ করা হবে। যদি সব কিছু স্বাভাবিক থাকে, তাহলে এসি বন্ধ করে ইনডোরের বৈদ্যুতিক সংযোগ, কভার, ফিল্টার খুলবে। এরপর আমাদের বিশেষ ভাবে ক্লিনিং এজেণ্ট দ্বারা এন্টি-ব্যাকটেরিয়াল স্প্রে দিয়ে এসিতে স্প্রে করা হবে। কিছুক্ষণ অপেক্ষা করে, অত্যাধুনিক হাইপ্রেশার মেশিন দিয়ে এসি ক্লিনিং শুরু হবে। আমাদের টেকনিশিয়ান শতভাগ এসি পরিস্কার হয়েছে কিনা তা নিশ্চিত করবে।

একই ভাবে এসির আউট ডোর ক্লিন করা হবে।

এসির যেকোন ধরনের সেবা নিতে এখনই কল করুন – ০১৯১১৯৮৭৩২১

Leave a Comment